ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ঢাকার উত্তরা আনন্দ মিছিলে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেডিং সেন্টারের মেধাবী ছাত্র শহিদ ওমর বীন নুরুল আবছারের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার বিকালে শহিদ ওমরের গ্রামের বাড়ি চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী গ্রামে গিয়ে কবর জিয়ারত এবং শহিদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের শহিদ ওমরসহ অসংখ্য শহিদ ও রক্তের কারণে আজকের বাংলাদেশ আবারো স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা নাই, আমরা সারা বাংলাদেশে এটা বলে দিতে চাই। ছাত্র-জনতার অভ্যুত্থানের শক্তিতে যেন একইভাবে ঐক্যবদ্ধ রাখা যায়, সারাদেশে এই বার্তা দিতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টার একান্ত সচিব ড. সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী আর্মি ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন জাহিন, অতিরিক্ত পুলিশ সুপার পটিয়া সার্কেল মো. আরিফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, জামায়েত নেতা মো. বাবুল, মোহাম্মদ নাজিম উদ্দীন, মো. ইউছুপ, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ শাকিল প্রমুখ।
ইএইচ