জয়নুল আবেদীন

খালেদা জিয়া আবারও হয়তো এদেশের দায়িত্বভার গ্রহণ করতে পারেন

বরিশাল ব্যুরো প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৯:০৪ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেছেন, আপনারা যদি ওই বিষধর সাপকে জায়গা না দেন। তাহলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আবারও হয়তো এদেশের দায়িত্বভার গ্রহণ করতে পারেন।

বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন, কিন্তু তার দোসররা এখনও ঘাপটি মেরে বিভিন্ন স্থানে রয়েছে। তারা এখনো পিছনে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

শনিবার দুপুরে বরিশালের চাঁদপাশা হাইস্কুল এন্ড কলেজের ৫৮তম বার্ষিক ক্রীড়া সংস্কৃতির প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর চায় না বলে উল্লেখ করেন তিনি।

চাঁদপাশা হাইস্কুল এন্ড কলেজের গভর্ণিংবডি’র সভাপতি অ্যাডভেঅকেট এইচ এম তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউনুস আলী রবিসহ অন্যান্যরা।

ইএইচ