জয়পুরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০১:২৩ পিএম

জয়পুরহাটের কালাইয়ে ঘন কুয়াশার কারণে রড বোঝায় ট্রাকের সাথে বালু ভর্তি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রড বোঝায় ট্রাকের চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুইজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

আজ রবিবার বেলা নয়টার দিকে কালাই পৌরসদরের ঠুসিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ট্রাক চালকের নাম এনামুল হক (৪৮)। তিনি জয়পুরহাট সদর থানাধীন নতুনহাট এলাকার বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রড বোঝাই একটি ট্রাক জয়পুরহাটের উদ্দেশে আসছিল এবং বালু বোঝায় ড্রাম ট্রাকটি মোকামতলা উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে জয়পুরহাট টু মোকামতলা আঞ্চলিক সড়কের কালাই উপজেলার ঠুসিগাড়ী এলাকায় ঘন কুয়াশার মধ্যে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে রড বোঝায় ট্রাকের চালকের মৃত্যু হয়। এ সময় দুই ট্রাকের দুইজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সিদ্দিকুর রহমান বলেন,আমরা থবর পাওয়া সাথে সাথে ঘটনাস্থলে এসে আমরা দেখি দুইটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে বালু ভর্তি ড্রাম ট্রাক ও রড বোঝায় ট্রাক। আমরা রড বোঝায় ট্রাক থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, নিহত ব্যক্তির পরিবারে সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তাদের সঙ্গে

আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাক দুটি পুলিশি হেফাজতে ঘটনাস্থলেই আছে। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে সড়কে দেখতে অসুবিধা হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

বিআরইউ