মধুপুর ক্লাবের শোকসভা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০২:৪০ পিএম

টাঙ্গাইলের মধুপুরের ঐতিহ্যবাহী মধুপুর ক্লাবের সদস্য আফছার উদ্দিনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

গত (৩১ জানুয়ারি) তিনি মৃত্যুবরণ করায় রুহের মাগফেরাত ও সমবেদনা জানাতে মধুপুর ক্লাবের পক্ষ থেকে এ শোকসভার আয়োজন করা হয়।

শনিবার রাতে মধুপুর ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন- ক্লাবের সহ-সভাপতি মো. আরফান আলী, সহ-সভাপতি শ্রী আঁখিমল চৌধুরী, কোষাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিক, পাঠাগার ও সমাজকল্যাণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ।

শোক সভায় মধুপুর ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। 
শোকসভার আলোচনা ও দোয়া মাহফিল শেষে ক্লাবের পক্ষ থেকে মরহুম আফছার উদ্দিনের স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন।

ইএইচ