সৌদি বাদশার পক্ষ থেকে খাদ্য উপহার পেলেন বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৫ শতাধিক পরিবার।
বাংলাদেশ জামায়াতে ইসলামি চাটখিল উপজেলা শাখার আমির অধ্যাপক মহি উদ্দিন হাছান রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, এসব খাদ্য উপহার সামগ্রী চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ করেন।
বিতরণ কাজে সহযোগিতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ইসলামি ছাত্রশিবিরের স্বেচ্ছাসেবী সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন- চাটখিল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আখতার হোসেন, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. ছাইফউল্ল্যাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, চাটখিল পৌর সভার ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার জামাল উদ্দিন, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন সভাপতি মুরাদ হোসেন রনি, ছাত্রনেতা আরিফুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
ইএইচ