ঘাটাইলের তালতলা ফোরকানিয়া মাদরাসার জমি দখল করে একইস্থানে অবৈধভাবে কারিগরি কলেজ করার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী।
লক্ষিন্দর ইউনিয়নের তালতলা গ্রামের শত শত নারী-পুরুষ ওই মাদরাসার জমি উদ্ধারের জন্য এ মানববন্ধনের আয়োজন করে।
টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলা পরিষদের সামনে রোববার দুপুরে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অভিযোগ করে বলেন, স্থানীয় রফিকুল ইসলাম জুলহাস নামের জনৈক ব্যক্তি ফ্যাসিস্ট সরকারের মদদে মাদরাসার জমি দখল করে কারিগরি কলেজ প্রতিষ্ঠা করে।
এ ব্যাপারে প্রতিবাদ করা হলে গ্রামের নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা করেছ। অবিলম্বে মাদরাসার জমি ফেরতসহ নিরীহ মানুষের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, ঘাটাইল পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সোয়েব, তালতলা ঈদগা মাঠের ইমাম ও খতিব নুর মোহাম্মদ, ফুলবাড়ীয়া সুইয়াইদপুর ইমাম ও খতিব হাফেজ মাওলানা কামরুজ্জামান, লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ, ডা. মো. জালাল উদ্দিন প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
জানতে চাইলে অভিযুক্ত মো. রফিকুল ইসলাম জুলহাস বলেন, ওই জমিটি মাদরাসার নামে ছিল। পরবর্তীতে মাদরাসার কমিটি কলেজের নামে দলিল করে দেয়।
অপর প্রশ্নের জবাবে বলেন, গ্রামের কতিপয় লোক ওই জমি দখল করার চেষ্টা করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ইএইচ