মাগুরা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববাপর দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিটি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্যসচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট মাগুরা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ৯ জন।
তারা হলেন, আখতার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খাঁন হাসান ইমাম সুজা, অ্যাডভোকেট রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান টগর, পিকুল খাঁন।
এছাড়া জেলা বিএনপির সদস্য করা হয়েছে ২২ জনকে তারা হলেন, মোজাফফর হোসেন টুকু, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট আব্দুর রশিদ, জোয়ার্দার আশরাফুল আলম, মুন্সি মঞ্জুরুল হাসান পিংকু, ফারুক আহম্মেদ বাবুল, বদরুল আলম হিরো, মো. জাহাঙ্গীর আলম বাচ্চু, অধ্যক্ষ মইমুর আলী মৃধা, কুতুব উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মিজানুর রহমান, মাসুদ হাসান খাঁন কিজিল, মুন্সি রেজাউল করিম, খন্দকার আব্বাস উদ্দিন, মেহেদী আল মাসুদ, প্রভাষক রুহুল আমিন, মো. সামসুর রহমান সামসু, গোলাম আযম সাবু, নাজমুল হাসান লিটন, সৈয়দ আরাফুজ্জামান রিংকু, অ্যাডভোকেট তরিকুল ইসলাম কবির।
এর আগে, গত ১২ সেপ্টেম্বর মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি। তার তিন মাস পর আবার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ইএইচ