কালিয়াকৈরে ভুয়া পুলিশ আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৫:১৩ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে এক ভুয়া পুলিশকে আটক করে স্থানীয়রা থানায় সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইকারী মশিউর রহমান (২৯) রোববার দুপুরে উপজেলার চান্দরাস্থ ওয়ালটন কারখানার সামনে মহাসড়কে একটি অটোরিকশা থামান। এ সময় তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে রিকশায় থাকা এক নারী যাত্রী ও চালকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেন।

এতে রিকশাচালক কান্না শুরু করলে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার এসআই আব্বাস জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইএইচ