সুন্দরবনের কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৩

দাকোপ (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:২৬ পিএম

সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার নলিয়ান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

রোববার ভোরে কামারখালো ইউনিয়নের কালিনগর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. ইয়াসিন মোল্লা (৪০), মো. সোহরাব সানা (৬০) ও মো. সিরাজুল ইসলাম। তারা সকলেই খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা।

রোববার দুপুর ১২টায় কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. তারেক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে খুলনার দাকোপ থানাধীন কালিনগর বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন এলাকা থেকে ৩ জন সন্ত্রাসীকে আটক করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কালিনগর বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের একটি পুরাতন ভবন তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তায় লুকায়িত অবস্থায় ২টি অবৈধ দেশীয় একনলা পাইপগান, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত সন্ত্রাসীরা এসব অস্ত্র ব্যবহার করে ওই এলাকায় মাছের ঘের দখল করতো বলে জানা যায়।

এছাড়াও তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত পাইপ গান, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।

ইএইচ