ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের একটি হাফিজিয়া মাদরাসার ৯ বছর বয়সী এক শিশুকে দীর্ঘদিন ধরে বলাৎকার করার অভিযোগে আনোয়ার হুসাইন নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।
শনিবার ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।
তিনি জানান, আমার ছেলে ভয়ে এতোদিন আমাদের কোন কিছু বলে নাই। পরে জানতে পেরে শিক্ষক আনোয়ার হুসাইনের বিরুদ্ধে নবীনগর থানায় অভিযোগ করি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, অভিযুক্ত শিক্ষক আনোয়ার হুসাইনকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইএইচ