নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।
সোমবার সকাল ৮টা থেকেই বরিশালের ব্রজমোহন কলেজের প্রধান ভবনের মাঠে ২৩টি মণ্ডপে পর্যায়ক্রমে সরস্বতী পূজা শুরু হয়। চলে পঞ্চমী তিথি অনুযায়ী সকাল দশটা অবধি।
এবারে এখানে সনাতন বিদ্যার্থী সংসদের মণ্ডপে নারী পুরোহিত পূজার মন্ত্র পাঠ করেছেন।
কেবল শিক্ষার্থীরাই নয়, এখানে আয়োজনে এবং অঞ্জলি নিতে বিভিন্ন শ্রেণি এবং বয়সের ভক্তরা উপস্থিত হয়েছেন।
অঞ্জলি নেয়ার পর ভক্তরা বলেন, বিদ্যা অর্জনের পাশাপাশি দেশের এবং দশের সবার মঙ্গল হোক এমন কামনাই করেছেন।
এছাড়াও বরিশালেও বিভিন্ন মঠ মন্দিরের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও আয়োজন করা হয়েছে সরস্বতী পূজা।
ইএইচ