সুবর্ণচরে জমি দখল ও নারী নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৩:০১ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে জমি দখল, নারী নির্যাতন ও সন্ত্রাসী হামলায় অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবার।

সোমবার সকালে উপজেলার চরবাটা ইউনিয়নের চরবাটা গ্রামে মোহাম্মদ উল্যাহ লাকির বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে হামলার শিকার স্বপ্না বেগম জানান, গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় পারিবারিক সম্পত্তির জেরে জাফর উল্যাহ, এনায়েত উল্যাহ ও আহসান উল্যাহসহ ৬-৭ জন মিলে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে, তার স্বামী নুরনবী ও দেবর মিরাজ উদ্দিন এবং মিরাজের এক বন্ধু মো. নাজীম উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। নুরনবী ও মিরাজ বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশের অসহযোগিতার কথাও জানান তিনি। দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আহত নুর নবী ও মিরাজের মা স্বপ্নার শাশুড়ি রাজিয়া বেগম এবং দেবর রাসেল সিরাজী উপস্থিত ছিলেন।

ইএইচ