মহম্মদপুরে সরস্বতী পূজা অনুষ্ঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৭:০৮ পিএম

মাগুরার মহম্মদপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

শাস্ত্রমতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী‍‍`র পূজার আয়োজন করা হয়। এবার সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বাড়ী, মন্দির,পাড়া-মহল্লায়,ক্লাবে বিদ্যাদেবীর চরণে অঞ্জলি ও বিদ্যা-সৌন্দর্য জ্ঞান প্রার্থনা করেন ভক্ত অনুরাগী।সরস্বতীকে কখনো বিনাপানিও বলা হয়।এক হাতে পুস্তক অন্য হাতে বিনা নিয়ে সাদা রাজ হাসে চড়ে আসেন দেবী সরস্বতী।

পূজা শেষে আয়োজকদের পক্ষ থেকে প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ করা হয়। 

আরএস