বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে চলমান তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশের অংশ হিসেবে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার সময় দৌলতদিয়া রেস্ট হাউস চত্বরে কৃষকদল দৌলতদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুবুর রহমান আইয়ুব এর সভাপতিত্ব ও সদস্য সচিব এ.কে.এম সিরাজুল আলম চৌধুরী সঞ্চালনায়
এতে আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আতিকুল আলম আতিক, রাজু আহমেদ, আশরাফ আলী, গোয়ালন্দ উপজেলা কৃষক দলের নেতা মো.আবুবকর সিদ্দিক, দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দল, মো. শওকত জামান ও গোয়ালন্দ উপজেলা কৃষক দল, মো. হারুন ব্যাপারী, দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের নেতা আব্দুস ছালাম মোল্লা, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোহন মণ্ডল ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সুলতান উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়, যা পরিচালনা করেন জেলা কৃষক দলের সদস্য সচিব এ.কে.এম সিরাজুল আলম চৌধুরী। পরে প্রান্তিক কৃষকদের উদ্দেশে তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ আলমগীর।
আরএস