জামালপুরে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি পুড়ে ছাই

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৮:৪৬ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকালে রুদ্র বয়ড়া একুশে মোড় এলাকায় ব্যবসায়ী সোলায়মান সার ও পরাণ কুটির শিল্প দোকান খুলে বেচাকেনা করছিলো। এ সময় হঠাৎ একই মার্কেটের পেছনে হোটেল ব্যবসায়ী আব্দুল মান্নানের বসত বাড়ি থেকে ধোয়া উঠতে দেখে। মুহূর্তেই পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। এসময় সরিষাবাড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২ টি ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল ও একটি বসত বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। 

ক্ষতিগ্রস্ত সার ও পরাণ কুটির শিল্প দোকানের মালিক সোলায়মান বলেন, সকালে আমি দোকান খুলে সার বিক্রি করছিলাম। হঠাৎই পাশের হোটেল ব্যবসায়ী মান্নানের ঘর থেকে ধোয়া উঠতে দেখি। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তেই আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এ সময় আমার সার ও কুটির শিল্পের দোকানের সকল মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। 

হোটেল ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, হঠাৎ করেই আমার ঘরে আগুন লাগার সংবাদ পাই। পরে বাড়ি এসে দেখি সব পুরে গেছে। আমার বাড়ি করার জন্য আমার ঘরে রাখা নগদ ৪ লক্ষ টাকাসহ সকল আসবাবপত্র পুড়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। 

এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমিসহ আমার সঙ্গীয় ফোর্স নিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সব মিলিয়ে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

আরএস