বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জাহান্নাম বানিয়েছিল ফ্যাসিস্টরা, আমরা আমাদের অস্তিত্ব অনেকটাই হারিয়ে ফেলেছি। এই জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে। এটি হচ্ছে মর্যাদার লড়াই।
এই লড়াইয়ে আমরা বিজয়ী হলে আল্লাহ তায়ালা বাংলাদেশের জনগণকে একটা মানবিক বাংলাদেশ দিবে। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের আপোষহীন সংগ্রাম এবং লড়াই অব্যাহত থাকবে।
সোমবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীতে এক পথ সভায় এ কথা গুলো বলেন জামায়াতের আমির। এর আগে নোয়াখালীর সুবর্ণচরের চর জুবিলী ইউনিয়নে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূর বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে ভোটের রাতে নির্যাতিত মহিলার সাথে পাশবিক নির্যাতনের বর্ণনা করতে গিয়ে আবেগ প্রবন হয়ে পড়ে।সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামী এই পথসভার আয়োজন করে।
উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর জনাব কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, মাওলানা আলা উদ্দিন, মাওলানা শামছুদ্দিন, ফেনী জেলা আমীর মুফতী মাওলানা আব্দুল হান্নান, নোয়াখালী জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহাম্মদ, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক শেখ সাহাব উদ্দিন, সূবর্ণচর উপজেলা সেক্রেটারি মাওলানা জামাল উল্লাহ মূকুল প্রমুখ।
বিআরইউ