গুম হওয়া ছাত্র শিবিরের নেতাদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৪:৪৯ পিএম

২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার সাভার থেকে গুম হওয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের দু‍‍`জন মেধাবী শিক্ষার্থী ছাত্র শিবিরের সাবেক ইবি দায়িত্বশীল  ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাস এর সন্ধানে ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১১ ঘটিকায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক এইচএম আবু মূসা, নোয়াখালী শহর সভাপতি -হাবিবুর আরমান, ফেনী শহর সভাপতি -ওমর ফারুক, লক্ষ্মীপুর শহর সভাপতি ফরিদুদ্দিন,নোয়াখালী জেলা উত্তর সভাপতি - দাউদুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি -আরিফুর ইসলাম সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপস্থিত কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক এইচএম আবু মূসা বলেন, অবিলম্বে গুম হওয়া ভাইদের সন্ধান দিতে হবে এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি সহ উপস্থিত বক্তারা।

বিআরইউ