ভোলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

ভোলা প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৪:৪৯ পিএম

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার মানিকার হাট সংলগ্ন ইদারা মাদ্রাসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষর্শী ও বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস নাবিল নুর পরিবহণ ও চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা প্রিন্স অব লাবিবা নামের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হন। এসময় প্রিন্স অব লাবিবা নামের যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়।

এদিকে, ঘটনার পর ফায়ারসার্ভিস ও বোরহানউদ্দিন থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) যাত্রীবাহী বাস প্রিন্স অব লাবিবা ডোবা থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, বাস দু’টির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ থেকে ২০ জন আহত হয়েছে। তবে তাদের মধ্যে শিশু রয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এছাড়াও প্রিন্স অব লাবিবা বাসে আর কোনো যাত্রী আছে কিনা সেটাও নিশ্চিত করে বলা সম্ভব না। পানিতে বাসটির একাংশ ডুবে রয়েছে। 

বিআরইউ