নড়াইলের মেয়ে শারমিন নিখোঁজের চার দিন পর বাগেরহাটে মিলল মরদেহ

আবু সুফিয়ান, নড়াইল প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৫:১২ পিএম

বাগেরহাটের ফকিরহাটের একটি পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের একটি বাড়ির পেছনের পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যার পর শরীরে ইট বেঁধে মরদেহ পুকুরে ফেলেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

উদ্ধার হওয়া মরদেহটি সুরাইয়া শারমিন (৩১) নামের এক নারীর। তিনি নড়াইল জেলার সদর উপজেলার আলতাফপুর গ্রামের প্রয়াত আব্দুল কমির মোল্লার মেয়ে।

গত শুক্রবার বিকেলে বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শারমিন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত শুক্রবার নড়াইল সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর জানান, মঙ্গলবার সকালে ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের সাবেক ইউপি সদস্য ছলেমান শেখের মালিকানাধীন বাড়ির পেছনের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তাদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে থেকে মরদেহটি তোলে। মরদেহের শরীরে বেশ কয়েকটি ইট বাঁধা ছিল।

আরএস