সাতকানিয়ায় গভীর রাতে ইউএনওর অভিযান, স্কেভেটর আটক

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৫:১৩ পিএম

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষি জমির উর্বর অংশ (টপ সয়েল) রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) মাটি কাটার গোপন সংবাদ পেয়ে গভীর রাত হতে ভোর রাত পর্যন্ত সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেমুহনী এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

এসময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি স্কেভেটর আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।
অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া উপজেলা এনএসআই প্রতিনিধি জনাব রাসেল শেখ, সাতকানিয়া থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

বিআরইউ