কাউখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৫:৫৮ পিএম

পিরোজপুরের কাউখালীতে সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় হাবিবা আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে কাউখালী-নৈকাঠি সড়কের গোসনতারা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু হাবিবা উপজেলার গোসনতারা গ্রামের মো. কাওসার শরীফের মেয়ে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এখনও করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ