লালমনিরহাটের কালীগঞ্জে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষার মাধ্যমিক পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক তত্ত্বাবধানে তুষভাণ্ডার রমণী মোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বদরুল হোসেনের সভাপতিত্বে উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার জাকির হোসেনের সঞ্চালনায় এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্কাউট প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিল।
প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা বলেন, মন মানসিকতা বিকাশে খেলাধুলার বিকল্প কিছু নেই। খেলাধুলার মাধ্যমে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা করতে হবে। ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করেই আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে।
ইএইচ