কুষ্টিয়ার ভেড়ামারাতে অবৈধভাবে গড়ে ওঠা ৪টি ইটভাটার মালিকদেরকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বাহিরচর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান।
তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী যেসব ইটভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলোকে জরিমানা করা হয়েছে।
অভিযানে পুলিশ সদস্যসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) উপস্থিত ছিলেন।
অভিযানে খুলনা বিভাগীয় কার্যালয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান ছাড়াও ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।
ভেড়ামারা ইটভাটা মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া বলেন, ইটভাটায় কর্মরত শ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে পড়ে যাচ্ছে। ইটের বিকল্প ব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত বর্তমান আইনের মধ্যে থেকে ইটভাটাগুলো চালানোর সুযোগ দেন। প্রতিবছর ইটভাটা প্রতি ৫ লাখ টাকা ভ্যাট, আয়কর, স্থানীয় ভূমি আইকরসহ সরকারি খাতে প্রদান করে আসছে।
ইএইচ