আশুলিয়ায় মেডলার অ্যাপারেলসের অর্ধশত শ্রমিক অসুস্থ

সাভার প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৪:১৯ পিএম

শিল্পাঞ্চল আশুলিয়ায় মেডলার অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানার অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংপুর এলাকার মেডলার অ্যাপারেলস লিমিটেড কারখানায় মাথাব্যথা, বমি ও অস্থিরতা নিয়ে প্রায় ৩০ জন শ্রমিক আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি হন।

এর আগে একই সমস্যা নিয়ে ১৮ জন শ্রমিক একই হাসপাতালে চিকিৎসা নেন।

শ্রমিকরা জানায়, গেল ৩১ জানুয়ারি কারখানার অষ্টম তলায় মাজেদা নামের এক নারী শ্রমিক মারা যায়। লাশটা দীর্ঘ সময় ওখানেই ছিল। প্রতিদিনের মতো শ্রমিকরা নিয়মিত কাজে যোগদান করে। বুধবার হঠাৎ দুপুরের পর থেকে নারী শ্রমিকরা মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, কেউ কেউ আবার বমিও করছিল। কিন্তু বিষয়টি কর্তৃপক্ষ আমলে না নিয়ে কাজ করাতে থাকে। এরপর একের পর এক শ্রমিক অসুস্থ হতে থাকলে হাসপাতালে নিয়ে আসা হয়। এপর্যন্ত অনেক শ্রমিক অসুস্থ হয়েছে এবং কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলেও জানায় শ্রমিকরা।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন-অর-রশিদ জানান, ‘ওই কারখানার শ্রমিকরা গতকাল বুধবার দুপুর থেকেই মাথাব্যথা, বমি বমি ভাব ও অস্থিরতা নিয়ে হাসপাতালে আসতে থাকেন। গতকাল সব মিলিয়ে ১৮ জন রোগী আসেন এবং আজ এখন পর্যন্ত একই সমস্যা নিয়ে আরো ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। তবে ভর্তিকৃতদের তেমন কোনো শারীরিক সমস্যা নেই, এটা মূলত মানসিক সমস্যা থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

এ ব্যাপারে বারবার চেষ্টা করেও মেডলার অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি মেডলার এ্যাপারেন্স লিমিটেড কারখানাযর ৮ম তলায় কর্মরত মাজেদা নামের এক নারী শ্রমিক মারা যান। এরপর থেকেই ওই ফ্লোরে থাকা অন্যান্য শ্রমিকরা অসুস্থ হয়ে হাসপাতালে আসতে থাকেন।

ইএইচ