ঢাকার ধামরাইয়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ধামরাই উপজেলা চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে বিজ্ঞান মেলা উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথিবৃন্দরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় উপজেলার ৩০টি স্কুলের শিক্ষার্থীরা স্টল বরাদ্দ নিয়েছে। এক একটি স্টলে বিজ্ঞানের উদ্ভাবনার এক নতুন সম্ভাবনার বাংলাদেশ দেখা দিয়েছে। স্টলে বিজ্ঞানের আলোকে নতুন নতুন জিনিস আবিষ্কার করে সাজিয়ে রাখা হয়েছে। শিক্ষার্থীরা তাদের আবিষ্কারের সুন্দর করে উপস্থাপন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন, ধামরাই সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাসান, শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা, ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ও প্রকৌশলী মাহবুবুর রহমান।
এ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
ইএইচ