ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে নৌকাডুবে মা-ছেলে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নবীনগর উপজেলা সদরের তিতাস নদীতে এ ঘটনা ঘটে।
এ সংবাদ ছড়িয়ে পড়লে শতশত উৎসুক মানুষ তিতাস নদীর তীরে এসে ভিড় জমায়।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর সদর বাজার থেকে একটি মালবোঝাই নৌকা মাত্রাতিরিক্ত সিমেন্ট নিয়ে উপজেলার উরখুলিয়া গ্রামের উদ্দেশে রওনা হয়। সেই নৌকায় করে কয়েকজন পুরুষের সঙ্গে উরখুলিয়া গ্রামের বিউটি বেগম (৩০) ও তার ছেলে রিদয় (৩) গ্রামে যাচ্ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, এটা খুব দুঃখজনক ঘটনা। এ ক্ষতি তো কোনোভাবে পূরণ করা যাবে না। আমি চেষ্টা করবো ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।
ইএইচ