রাজবাড়ীতে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৫:৩১ পিএম

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ উপলক্ষ্যে জেলার ৫টি উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মীরা মিছিলসহ শহরের আজাদি ময়দানে জড়ো হন।

পরে সেখান বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে হাজারো নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‌্যালিটি জেলা শহরের ঐতিহ্যবাহী আজাদি ময়দান থেকে শুরু করা হয়। পরে প্রধান সড়কের বড়পুল চত্বর হয়ে তা শহরের রেল গেট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তাহের এম তানভীর, জেলা সেক্রেটারি মো. হাসান খান প্রমুখ।

বক্তারা দেশে শান্তির লক্ষ্যে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের পতাকাতলে আসার আহ্বান জানান।

ইএইচ