কুড়িগ্রামে শেখ মুজিবের ৩ টি মুরাল ভেঙ্গে ফেলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রথমে কুড়িগ্রাম জেলা পরিষদ চত্বরে ও উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল হাতুড়ি ও বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলে ।
পরে জেলা শহরের প্রবেশ পথে ত্রিমোহনী বাজার মোড়ে স্থাপিত বড় ম্যুরালটি বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এসময় উপস্থিত ছিলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দসহ ছাত্র -জনতা।
উল্লেখ্য,এর আগেও শেখ হাসিনার পতনের পর ম্যুরালগুলো ভাঙচুরের চেষ্টা করেছিল বিক্ষুব্ধ ছাত্রজনতা।
আরএস