কক্সবাজারে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি

আবদুল হালিম, কক্সবাজার প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১১:৫৪ পিএম

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালিরৈ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখা।

র‌্যালিটি কক্সবাজার সদর উপজেলা ফটক থেকে শুরু হয়ে কালুর দোকান পেট্রোল পাম্পে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আব্দুর রহিম নূরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি আবদুল্লাহ আল ফারুক, কামরুল হাসান।

এছাড়াও জেলা অফিস সম্পাদক রহিম উল্লাহ, জেলা অর্থ সম্পাদক ডা. আজহার উদ্দিন, জেলা মাদরাসা সম্পাদক হাফেজ জয়নাল আবেদিনসহ জেলা সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ এবং সাংগঠনিক থানা ও ইউনিয়নসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ