আড়াইহাজারে দো-ফসলি জমিকে তিন ফসলিতে রূপান্তরের উদ্বোধন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৩:৪৪ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দো-ফসলি জমিকে তিন ফসলিতে রূপান্তরিত করার প্রক্রিয়া উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি উপজেলার হাইজাদী ইউনিয়নের সরাবদী আতাদী গ্রামে এক কৃষি বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রক্রিয়া উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাহ আলম, মুখ্য প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, আড়াইহাজার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা, নারায়ণগঞ্জ মো. আব্দুল ওয়ারেছ আনসারী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফারুক ভুঁইয়া, মো. শহিদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে ওই এলাকার কৃষি পরিবারের সদস্যদের অংশ গ্রহণে নানা প্রকার খেলাধুলা, পুরস্কার বিতরণ এবং সফল সবজি চাষি মো. শফিকুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

ইএইচ