গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় শিক্ষার্থী, অভিভাবক ও ডুমুরিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবি জানায় মানববন্ধনকারীরা। পরে ওই ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন- ড. ইমদাদুল হক মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য ড. কাওছার তালুকদার ও কলেজের প্রতিষ্ঠাতা ইমদাদুল হকের ভাতিজা মফিজুল হক মিন্টু।
সংবাদ সম্মেলনে ওই কলেজের দাতা সদস্য মোহাম্মদ ইবাদত হোসেন, গোপালগঞ্জ জেলা যুবদলের সাবেক কোষাধক্ষ্য নুরুল আমিন, ডুমুরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ ইব্রাহিম তালুকদার, ইসলামি আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া ইউনিয়নের সভাপতি মোমরেজ ফকির, ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, নাজিরপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শোভন তালুকদার সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইএইচ