নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৪:৫৩ পিএম

নোয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলামের কুমিল্লাতে বদলিজনিত বিদায় ও শেখ মাহফুজুল হোসাইনের যোগদান উপলক্ষ্যে আনুষ্ঠানিক বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে এলজিইডি নোয়াখালী অফিসের কামরুল ইসলাম সিদ্দিক হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন- বিদায়ী নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম।

এ সময় তিনি বলেন, নোয়াখালীর সাংবাদিক সমাজ ও ঠিকাদাররা খুবই হেল্পফুল। নোয়াখালীর উপজেলা প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীদের ডিসিপ্লিন আমাকে মুগ্ধ করেছে। আমি আপনাদের ভুলতে পারবো না।

সদ্য যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজুল হোসাইন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।

বক্তব্য দেন নোয়াখালী চেম্বার অব কমার্স ও ঠিকানার কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মতিন।

উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল মিয়া।

অনুষ্ঠানে বক্তব্য দেন- এলজিইডির সিনিয়র প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল (কৌশিক), সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, সদর উপজেলা প্রকৌশলী আবুল মনসুর, ঠিকাদার আরাব হোসেন, রিজভী, হিরণ ও নোমান প্রমুখ।

সদ্য যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজুল হোসাইনকে কুমিল্লা থেকে নোয়াখালীতে এবং নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলামকে কুমিল্লার এসি অফিসে বদলি করা হয়।

বিদায়ী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলামকে এক আড়ম্বর সংবর্ধনা দেয়া হয় এবং নতুন প্রকৌশলী শেখ মাহফুজুল হোসাইন কে অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন নোয়াখালী এলজিইডির ঠিকাদার, কর্মকর্তা-কর্মচারীরা।

ইএইচ