ভাঙ্গুড়ায় কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৭:০০ পিএম

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার খানমরিচ ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ময়দানদিঘী বাজার  মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।  

এ সময় ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. কুরবান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দল পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আমিরুজ্জামান মাসুম, সদস্য সচিব মো. আব্দুল মালেক।

আরও উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবু বকর সিদ্দিক, সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদীন মিলন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মকবুল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, হাসেম, জহুরুলসহ কৃষকদলের নেতাকর্মীবৃন্দ।

ইএইচ