যশোরের অভয়নগরে প্রেমের টানে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে সন্তানসহ প্রেমিকের বাড়িতে এসে উঠেছে এক প্রেমিকা। এতে ক্ষুব্ধ হয়ে ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছে মা-বাবা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সাত বছর আগে ২০১৯ সালের শেষ দিকে যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর গ্রামের উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী পপি রানী দাস (৩০) এর সাথে অভয়নগর উপজেলার মহাকাল ঘোষপাড়া এলাকার বিধান হালদারের ছেলে তন্ময় হালদার (২৮) এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ধীরে ধীরে সে সম্পর্ক শারীরিক সম্পর্কে রূপ নেয়। তারপর থেকে এক পুত্র সন্তানের জননী পপি বিয়ের চাপ দিলে তন্ময় নানা টালবাহানা করতে থাকে।
একপর্যায়ে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে ছেলে অঙ্কিত বিশ্বাসকে (২) নিয়ে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে তন্ময়ের বাড়িতে এসে হাজির হয় পপি। ঘটনা জানাজানি হলে ছেলে তন্ময়কে ত্যাজ্যপুত্র ঘোষণা করে বাড়ি থেকে বের করে দেয় বাবা-মা।
এরপর রাতে বন্ধুর বাসায় রাত্রিযাপন শেষে সকালে প্রেমিকাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় প্রেমিক তন্ময়। পরে তন্ময়ের বাড়ির সামনে শাহিদুলের মুদিদোকানে বিয়ের দাবিতে অনশনে বসে প্রেমিকা পপি।
বৃহস্পতিবার রাতে সেখানে আচমকা হাজির হয় তন্ময় হালদার। এ সময় বিষয়টি স্থানীয় এলাকাবাসী মীমাংসা চেষ্টা করে। কিন্তু তন্ময়ের মায়ের ফের ত্যাজ্যপুত্র ঘোষণায় এলাকাবাসীর চেষ্টা ব্যর্থ হলে তাদেরকে এলাকা থেকে বের করে দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে পপি রানী বলেন, আমি তন্ময়কে ভালোবেসে স্বামী সংসার ছেড়ে চলে এসেছি।
তবে প্রেম ও শারীরিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করে তন্ময় বলেন, সে আমার একজন ভালো বন্ধু, এর চেয়ে বেশিকিছু নয়।
এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচ