আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পাংশায় বিএনপির বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৮:২৮ পিএম

দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি।

শুক্রবার বিকালে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পাংশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানের সভাপতিত্বে বক্তব্য দেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, পাংশা পৌর বিএনপি সভাপতি বাহারাম সরদার, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি প্রমুখ।

এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ