চৌগাছায় ব্যতিক্রমী কৃষক সমাবেশ

চৌগাছা (যশোর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১২:১০ এএম

যশোরের চৌগাছায় ব্যতিক্রমী কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে জাতীয়তাবাদী কৃষকদল উপজেলার নারায়নপুর ইউনিয়নের উদ্যোগে কাঁদবিলা হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

প্রধান অতিথির বক্তব্য  দেন কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু।

কামরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস, কেন্দ্রীয় কুটির শিল্পবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নাঈম, যশোর জেলা বিএনপি‍‍`র সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপি‍‍`র সাবেক সভাপতি জহুরুল ইসলাম, জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব সিকদার সালাউদ্দিন, চৌগাছা উপজেলা বিএনপি‍‍`র সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী দফাদার, চৌগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বিএনপি‍‍`র সাধারণ সম্পাদক দবির উদ্দীন প্রমুখ।

এছাড়া যশোর জেলা চৌগাছা ও মহেশপুর উপজেলার কৃষকদলসহ বিএনপি‍‍`র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ