টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১১:৩৫ এএম

টাঙ্গাইলের কালিহাতী ও ঘাটাইলে  পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী রাকিব ও রাব্বি নিহত হন।

অপরদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি নামকস্থানে ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আজমান মন্ডল নামে এক মাহিন্দ্রা চালক নিহত হয়েছেন।

নিহতরা রাকিব ও রাব্বি টাঙ্গাইল সদর উপজেলার নগর জলফৈ এলাকার বাসিন্দা এবং মাহিন্দ্রা চালক আজমান মন্ডল ঘাটাইল উপজেলার চকপাকুটিয়া গ্রামের বাসিন্দা।

যমুনা সেতু পূর্ব থানার উপ পুলিশ পরিদর্শক রাইজ উদ্দিন জানান, যমুনা সেতু এলাকায় ঘুরতে বের হয় দুই বন্ধু রাকিব ও রাব্বি। রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল  যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত একটি  গাড়ি তাদের চাপা দেয়।এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি) রকিবুল ইসলাম জানান, উপজেলার দেউলাবাড়ি নামকস্থানে  রড ভর্তি একটি ট্রাকের সাথে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আজমান মন্ডল নামে এক মাহিন্দ্রাচালক নিহত হন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বিআরইউ