দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে হীড বাংলাদেশের গৌরবময় ৫০ বছরপূর্তি ও সুবর্ণজয়ন্তী এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায়-২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
বেসরকারি এনজিও হীড বাংলাদেশ বিরামপুর অঞ্চল এ সুবর্ণ জয়ন্তী পালনের আয়োজন করে।
শনিবার সকালে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন- হীড বাংলাদেশের সহকারী পরিচালক (ঋণ কার্যক্রম) অদ্বৈত কুমার বিশ্বাস, হীড বোর্ডের সদস্য এ্যাড বর্নাট তমাল মন্ডল, রেজুনাল ম্যানেজার বিমল কুমার সরকার, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলীসহ অনেকে।
অনুষ্ঠান শেষে ২৯৬ জন শিক্ষার্থীর মাঝে এককালীন শিক্ষা বৃত্তি প্রদানসহ ১০ জন শিক্ষার্থীকে মাসে মাসে উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হবে বলে জানান।
ইএইচ