নিখোঁজের তিনদিন পর পানিতে ভেসে উঠলো ভাই-বোনের লাশ

মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৪:৪১ পিএম

মাদারীপুরের কুমার নদে গোসলে নেমে নিখোঁজের তিনদিন পর দুই শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ও চর রুপাইয়া এলাকার কুমার নদীর তীর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) আপন ভাই-বোন ও তারা স্থানীয় একটি মাদরাসায় পড়তো। তারা উপজেলার তরমুগরিয়া এলাকায় হকার লিটন মাতুব্বরের সন্তান।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা লাশ উদ্ধার করেছে।’

ইএই