রংপুরের কাউনিয়ায় বসতঘরের মেঝে থেকে বুলবুলি (৪৭) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সোয়া দশটার দিকে উপজেলার চর নাজিরদহ গ্রামে।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার চর নাজিরদহ গ্রামের নুরুল ইসলাম সাজুর স্ত্রী বুলবুলি বেগমের গলাকাটা লাশ শনিবার সকাল সোয়া ১০টার দিকে ঘরের মেঝেতে পরে থাকতে দেখেন পুত্রবধূ।
তার চিৎকারে বাড়ির বাহিরে কাজে ব্যস্ত থাকা গৃহবধূর স্বামী সন্তানরা ছুটে এসে গৃহবধূ বুলবুলি বেগমের নিথর দেহ মেঝেতে পরে থাকতে দেখে সবাই কান্নায় ভেঙে পড়েন।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং আলামতসহ তরিতরকারি কাটার বটি উদ্ধার করে।
পরিবারের লোকজন জানায়, বুলবুলি মানসিক রোগী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। সে তরিতরকারি কাটার বটি দিয়ে নিজের গলা নিজে গেটে আত্মহত্যা করেছে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা পরে ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে। আইনগত প্রক্রিয়া চলছে।
ইএইচ