কুড়িগ্রামে পেট্রোল পাম্প মালিক সমিতির পরিচিত সভা

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৭:৪১ পিএম

কুড়িগ্রামে বাংলাদেশ পেট্রোলিয়ম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১টায় কুড়িগ্রাম জেলা মোটরমালিক সমিতির প্রধান কার্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে কুড়িগ্রামের মেসার্স পনির অ্যান্ড সন্সের মালিক (সাবেক এমপি) আলহাজ্ব মো. পনির উদ্দিন আহমেদকে সভাপতি ও নাগেশ্বরীর মেসার্স জুলেখা পেট্রোল পাম্পের মালিক আলহাজ্ব জামান আহমেদ কাজলকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে যারা রয়েছে, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বাবুল আখতার ও বিশ্বজিৎ সাহা পিন্টু, সহ-সাধারণ সম্পাদক এটিএম গোলাম ফারহাদ হোসেন, নারায়ণ কুন্ডু, আলী হোসেন আকিফ, কোষাধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ বাবু, সাংগঠনিক সম্পাদক সমরজিত সাহা রিন্টু, দপ্তর সম্পাদক মো. আবু হানিফ, সদস্য আবু তাহের সিদ্দিক বাবলা, এমদাদুল হক সরকার, তানসিরুল ইসলাম শান্ত, তাপস সরকার সদস্য নির্বাচিত হয়েছেন।

ইএই