সালথায় অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে ছাই

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৮:০৪ পিএম

ফরিদপুরের সালথায় শিশুদের খেলার সময় অগ্নিকাণ্ডে ৭টি বসত ঘরসহ মোট ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুড়া মৃধাপাড়া এলাকায় মোল্লা বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

উপজেলা ফায়ার স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পর আহম্মদ মোল্যার ঘরের পাশে শিশুরা ম্যাচ লাইট দিয়ে আগুন নিয়ে খেলেছিলো। সেখান থেকেই আহম্মদ মোল্যার ঘরে আগুন লাগে, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। খবর পেয়ে উপজেলা ফায়ার স্টেশনের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ধান, পাট, চাউল, ফসল, নগদ টাকা, সোনা-গহনাসহ গৃহস্থালির সব কিছুই আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।

অগ্নিকাণ্ডে আলেম মোল্যার পুত্র ইব্রাহিম মোল্যার ১টি, মোস্তফা মোল্যার ৩টি, আহম্মদ মোল্যা ৪টি, মৃত সাইদ মোল্যার পুত্র আমিনুর মোল্যা ২টি, চান মোল্যার ছেলে মহিদ্দিন মোল্যা ১টিসহ মোট ১১টি ঘর আগুনে পুড়ে যায়। এর মধ্যে ৭টি বসত ঘর রয়েছে।

সালথা ফায়ার স্টেশনের চার্জ অফিসার মো. রাজু আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ইএইচ