তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জুলাই শহিদ স্মৃতি হাডুডু টুর্নামেন্ট

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৮:৪১ পিএম

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে জুলাই শহিদ স্মৃতি হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমনুল করিমের সভাপতিত্বে খেলা উদ্বোধন করে জামালপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর এখলাস উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছামাদ ছানা, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ মাস্টার, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, কেন্দুয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান, কেন্দুয়া, মেষ্টা ও তিতপল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় অংশগ্রহণ করে জামালপুর পৌরসভা, কেন্দুয়া, মেষ্টা ও তিতপল্লা ইউনিয়ন।

ইএইচ