স্টার লাইন স্প্রাউট স্কুলের পিঠা উৎসব

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৯:০৮ পিএম

ফেনীতে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে।

শনিবার বিকালে স্কুল আঙ্গিনায় এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

উৎসবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।

স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন সভাপতিত্বে ও স্কুলের প্রিন্সিপাল মো. আবদুল হালিমের পিঠা উৎসবে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

এ সময় স্টার লাইন গ্রুপের পরিচালক জামাল উদ্দিন, মাঈন উদ্দিন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিগত ১০ বছর ধরে ফেনীতে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের পিঠা উৎসব ঐতিহ্য বহন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারও উৎসবের ৩০টির অধিক স্টল নানা ঐতিহ্যের আদলে স্থাপন করা হয়েছে।

স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন জানান, আমাদের শিক্ষার্থীদের বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দিতে প্রতি বছরই আমরা স্কুলে পিঠা উৎসবের আয়োজন করা হয়। প্রতিবছরই উৎসবে বিশেষ মাত্রা যোগ করে স্কুল’র শিক্ষার্থী ও শিল্পীদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উৎসবের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মাঝে একটি মেলবন্ধনের সৃষ্টি হয়ে থাকে।

ইএইচ