নতুন কমিটি গঠন

কিশোরগঞ্জে ইসলামি আন্দোলনের নেতৃত্বে আলমগীর-নোমান

কিশোরগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ১২:৪৮ পিএম

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে পুনরায় হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার ও সেক্রেটারি/সাধারণ সম্পাদক পদে মাওলানা নোমান আহমেদ নির্বাচিত হয়েছেন।

শনিবার বিকালে সংগঠনের জেলা কার্যালয়ে জেলা মজলিশে শূরার সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার  ২০২৫-২৬ সেশনের এ নতুন কমিটি গঠন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকি।

জেলা কমিটির সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম।

সভায় মজলিশে শূরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কে এম আনিসুজ্জামান খাঁন, সহ সভাপতি- মাও. এবিএম ইমদাদুল্লাহ, সহ-সভাপতি- মুহাম্মাদ রুকন উদ্দিন নির্বাচিত হয়েছেন।

বিআরইউ