বাসাইলে ট্রাক্টর চাপায় অটোরিকশা চালক নিহত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০২:৪২ পিএম

টাঙ্গাইলের বাসাইলে ট্রাক্টর চাপায় অটোরিকশা চালক বাপ্পি (২০) নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

নিহত বাপ্পি উপজেলার সুন্না গ্রামের লিটন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সুন্নাগামী একটি মাটিভর্তি ট্রাক্টর কলিয়া উত্তর পাড়া মনসুর স্যারের বাড়ি সংলগ্ন মোড়ে এসে একটি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা মারে এতে অটো চালক বাপ্পি গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় বাপ্পিকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

ট্রাক্টরের চালক হযরত আলী নাগরপুর উপজেলার এলাসিন গ্রামের ছেলে।

এ ঘটনায় চালক হযরতকে আসামি করে বাসাইল থানায় একটি মমলা দায়ের করা হয়েছে।

ইএইচ