বাংলাদেশ স্কাউটস্ ভূঞাপুর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৪:১৭ পিএম

বাংলাদেশ স্কাউটস্ ভূঞাপুর উপজেলা শাখার ১২তম ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস্ ভূঞাপুর শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষকসহ স্কাউটস্ শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

কাউন্সিল অধিবেশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান চৌধুরী।

এ সময় বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো. আফসার উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন- উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব সন্তোষ কুমার দত্ত।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুনকে সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান চৌধুরী, তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু, রাউৎবাড়ী দাখিল মাদ্রাসার সুপার মো. আফসার উদ্দীন এবং ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাসেল পারভেজকে সহ-সভাপতি, রাউৎবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাছলিমুল হোসেনকে কমিশনার, কুলসুম জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিনকে সম্পাদক ও বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদ্রাসার সুপার মো. মাজহারুল ইসলাম তালুকদারকে কোষাধ্যক্ষ করে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ স্কাউটস্ ভূঞাপুর শাখার কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য পদগুলো নির্বাচিত কমিটির প্রথম সভায় পূরণ করা হবে।

ইএইচ