বাকেরগঞ্জে গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৪:২১ পিএম

বরিশালের বাকেরগঞ্জে গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে এ সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সংবর্ধিতরা হলেন- নবগঠিত এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ এটিএম মশিউর রহমান মাসুদ, সদস্যসচিব প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদুজ্জামান, শিক্ষক সদস্য মো. ইফতেখার হক আছিব, অভিভাবক সদস্য মো. মিজানুর রহমান খান তুহিন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. সুলতান মাহামুদ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামির আমির অধ্যাপক ফিরোজ আলম, ইঞ্জিনিয়ার জালাল আহমেদ খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, বিএনপি নেতা আলাউদ্দিন জজ, মো. শাহ আলম মৃধা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম তালুকদার, যুবদল নেতা সাইফুল ইসলাম সাইদ, সুমন, ইউনিয়ন ছাত্রদল সভাপতি সজল আহমেদ, সাধারণ সম্পাদক সোহাগ মৃধা প্রমুখ।

সংবর্ধনা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সুস্থতা এবং দেশ ও জাতির উন্নতি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইএইচ