মাদারীপুর শিবচরে ভ্যানচালক মিজান হত্যা মামলার এজাহার নামীয় দুজন ও ওয়ারেন্ট এজাহার নামীয় আরও ৪ জনকে গ্রেপ্তার করেতে সক্ষম হয়েছে শিবচর থানা পুলিশ।
শনিবার শিবচর থানার অফিসার ইনচার্জ মো. রতন শেখের নেতৃত্বে শিবচরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে তাদেরকে মাদারীপুর কোর্টে প্রেরণ করা হয়।
এর মধ্যে, অটোভ্যান চালক মিজান গাজী হত্যা মামলার অভিযুক্ত আসামি আরিয়ান আহমেদ স্বাধীন বেপারী (২৪) ও মো. আল-আমিনকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ খোকন মিয়া, মোহাম্মদ জাকির মাদবর, বাবুল মুন্সী ও মোহাম্মদ হানিফ বেপারীকে গ্রেপ্তার করা হয়।
শিবচর থানার অফিসার ইনচার্জ মো. রতন শেখ বলেন, আমরা আসামিদের আটক করে কোর্টে পাঠিছে, আশা করি আদালত তাদের সুষ্ঠু বিচার করবে।
ইএইচ