খাগড়াছড়িতে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৭:১৪ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশে ‘অপারেশন ডেভিল্ট হান্ট’ অভিযানের ঘোষণার পর খাগড়াছড়ি জেলার গুইমারায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শনিবার রাতে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বড় পিলাক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আটকরা হলেন- গুইমারার বড়পিলাক গ্রামের সোহাগ মিয়া, মো. সেলিম, আব্দুর রহিম ও মো. আজিজুল।

আটক ৪ জনই ছাত্রলীগের সাথে সক্রিয়ভাবে জড়িত। এর মধ্যে সোহাগ মিয়া বড়পিলাক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, তাদের বিরুদ্ধে গুইমারা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করা হবে।

ইএইচ